র‌্যাব-পুলিশ দিয়ে দমন করা যাবে না: রিজভী

র‌্যাব-পুলিশ দিয়ে দমন করা যাবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

পিবিএ ঢাকা: সুপ্রিম কোর্টের সামনে পুলিশের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা দায়েরের নিন্দা জানিয়েছে বিএনপি।

ভাঙচুরের মামলায় আসামি ৫০০, গ্রেপ্তার বিএনপি নেতা উলফাত

বুধবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যদি দেশে গণতন্ত্র থাকে তাহলে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে মিছিল হবে, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে সেই মিছিল করেছে গতকাল।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভরত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই পাঁচশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই ঘটনায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে গভীর রাতে ঢাকার বিমানবন্দর থেকে সংগঠনটির সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে আটক করে পুলিশ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, “আপনি ৫০১ জনের বিরুদ্ধে মামলা করেছেন, আর প্রখ্যাত মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে রাতের অন্ধকারে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন।

“এতো আতঙ্ক, এতো ভয়, এতো গ্রেপ্তার, এতো মামলার পরেও আমরা কথা বলি, আমরা রাজপথে দাঁড়াই। আমাদেরকে আপনি দমন করতে পারবেন না। আপনি আরও র‌্যাবের সংখ্যা বৃদ্ধি করতে পারেন, পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে পারেন, তারপরেও জাতীয়তাবাদী শক্তিকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনের কার্যালয়ের নিচতলায় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন রিজভী।

পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির সমালোচনা করে তিনি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) তো পাকিস্তানের বিরুদ্ধে, রাজাকার রাজাকার বলেন। তাহলে রাজাকারের পেঁয়াজ কেন আপনি আনলেন? এই রাজাকার পেঁয়াজ আপনি খাবেন, জনগণকে খাওয়াবেন। আপনি না মুক্তিযুদ্ধের চেতনার চ্যাম্পিয়ান নিজেকে দাবি করেন?”

রিজভী বলেন, “আপনার মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে- গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন, আপনার মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, আপনার মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্রের পক্ষে যারা কথা বলবে তাদের ঠিকানা হবে লাল দালানের ভেতরে। এদেশের জনপ্রিয় নেত্রী আপনার প্রতিহিংসার জেরে কারাগারের মধ্যে অবস্থান করছেন।

আওয়ামী লীগের সমারোচনা করে তিনি বলেন, “অন্ধকারের জায়গা হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী শাসন। কারণ এরা গুণ্ডামি করে ক্ষমতায় আছে, এরা ডাকাতি করে ক্ষমতায় আছে। সন্ত্রাস ও দখল হচ্ছে এদের রাজনৈতিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তাদের নয়।”

রিজভী বলেন, “জিয়াউর রহমানের ঘোষণা- আমার মাটির এক ইঞ্চি জমির ওপরে কারও শ্যেন দৃষ্টি থাকবে- এটা বরদাশত করা হবে না। শেখ হাসিনা দেশের স্বাধীনতাকে দুর্বল করেছেন, সার্বভৌমত্বকে দুর্বল করেছেন। কই পুশ ইনের ব্যাপারে আপনার পররাষ্ট্রমন্ত্রী তো কোনো কথা বলেন না। আমরা জানি যশোর সীমান্তসহ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশ ইন করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢুকানো হচ্ছে।

“আপনি এ ব্যাপারে কোনো কথা বলেন না, নিশ্চুপ। আপনি এ ব্যাপারে কথা বলতে পারছেন না কেন? তার রহস্যটা কী? আর বিএনপির নেতা কোনো কথা বললে যে যদি সাত-সমুদ্রের নিচে থাকে আপনার আইনশৃঙ্খলা বাহিনী মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠায়।”

রক্তদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের এএসএম রাকিবুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লাবিদ রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

পিবিএ/এমআর

আরও পড়ুন...