পিবিএ,ঢাকা: রাজধানীর গুলশান,বাড্ডা ও তেজগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত কলসেন্টার থেকে শতাধিক টেলিযোগাযোগ সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩, এনএসআই ও বিটিআরসির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন,কলসেন্টার পরিচালনাকারী চক্রের মূলহোতা মো. কামরুজ্জামান বাপ্পি (২৯), মো. শিবলী আহম্মেদ (৩০), মো. জোবায়ের আকবর (৪৪), মো. মাহবুবুল আলম (২৭) এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী মো. সোহানুর রহমান (২৯), মো. খালেদ খান রনি (৪০), ফয়েজ আহম্মেদ সজীব (২৫) ও মো. রুবেল হোসেন (২৮)।
শুক্রবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান, বাড্ডা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত কলসেন্টার পরিচালনাকারী প্রতারক চক্রের মূলহোতা কামরুজ্জামান বাপ্পিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অফিস তল্লাশি করে অনুমোদনবিহীন কলসেন্টারে ব্যবহৃত বিপুল পরিমাণ টেলিযোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৩ জানায়, আসামিরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৭(৩)/৭৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা, গুলশান ও তেজগাঁও থানায় মামলা করা হয়েছে।