লক্ষ্মীছড়িতে করোনায় কর্মহীন পরিবারদের ত্রাণ বিতরণ

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার কোভিড-১৯এর কারণে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় লক্ষ্মীছড়ি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। সকালে দুল্যাতলী জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির খাগড়াছড়ি সমন্বয়ক উচিংমং চৌধুরী।

কুজেন্দ্রলাল ত্রিপুরা, এমপি বলেন, করোনা যুদ্ধে বাঁচতে হলে সবাইকে আরো সচেতন হতে হবে। এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, বোমা মেরে করোনা ধ্বংস করা যাবে না। করোনা থেকে বাঁচার একটাই উপায় নিজে নিজেকে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা। মাস্ক পরতে হবে, নিয়মিত হাত ধুতে হবে উল্লেখ্য করে স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা যুদ্ধে জয়ী হওয়া যাবে।

উল্লেখ্য খাগড়াছড়ির ২৩হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নেয় জাতিসংঘ উন্নয়ন সংস্থা(ইউএনডিপি)। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় ১৮০০পরিবারকে এ সহায়তা দেয়া হয়।

পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি

আরও পড়ুন...