পিবিএ,ঢাকা: লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় শাহিনুর (২৫) নামের এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ ওই তরুণী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, শ্বাসনালীসহ তরুণীর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণী শাহিনুর চট্টগ্রাম থেকে স্ত্রীর দাবি নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন আয়ুব নগরের মহর আলীর ছেলে রিকশাচালক সালাহ উদ্দিনের কাছে আসেন। শুক্রবার বিকেল থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেন শাহিনুর।
জানা যায়, মুঠোফোনে সম্পর্ক ও পরে তাদের বিয়ে হয়। দেড় বছর আগে চট্টগ্রামে বিয়ে হয় তাদের। পরে শাহিনুর জানতে পারেন সালাহ উদ্দিন বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান আছে।
রোববার বিকেলে শাহিনুর সালাহ উদ্দিনের বাড়িতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহিনুর ওই বাড়ি থেকে বের হয়ে যান। স্থানীয় ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র নিয়ে আসতে বলেন। এরপর সালাহ উদ্দিনের বাড়ির অদূরে অগ্নিদগ্ধ হন শাহিনুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করইতলা হাসপাতালে ও পরে সদর হাসপাতালে ভর্তি করেন।
আশঙ্কাজনক অবস্থায় রাত ২ টায় তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলো সে।
শাহিনুর চট্টগ্রামের রাউজানের নতুন হাট এলাকার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
পিবিএ/এইচএ/হক