পিবিএ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশেদ ইবনে হালিম। অভিযানটি সদর উপজেলার দালাল বাজার এলাকা পর্যন্ত চলবে।
জানা গেছে, দীর্ঘ দিন থেকে সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি দখল করে দোকানঘর ও বহুতল ভবন নির্মান করেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। সড়ক বিভাগ থেকে অবৈধ দখল সরানোর জন্য বারবার নোটিস প্রদান করলে তা সরানো হয়নি। ফলে আজকের এই উচ্ছেদ অভিযান। যদিও অভিযোগ রয়েছে, সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই দখলদাররা গড়ে তুলেছেন এসব স্থাপনা।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ মঞ্জুর আহম্মদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-২ মো. আমির খাঁন, রামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, লক্ষ্মীপুর সড়ক বিভাগের সার্ভেয়ার নাজমুল আলম’সহ পল্লী বিদ্যুৎ, পিডিবির কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশেদ ইবনে হালিম বলেন, উর্দ্বতন কর্তৃপক্ষের আদেশেই উচ্ছেদ অভিযান শুরু করেছেন তিনি। এ অভিযান অব্যহত থাকবে। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের দখলকৃত সকল সম্পত্তি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
পিবিএ/ ফরহাদ হোসেন/বাখ