পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহজকি (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩জুলাই) দুপুরে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২জুলাই) ভোররাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়েনের ভাটিয়ালপুর গ্রামের হাফেজ মিঝি বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শাহজকি উপজেলার ভাটিয়ালপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হোসেন পাটোয়ারীর ছেলে। সে করপাড়া ইউনিয় ছাত্রলীগের সাবেক আহবায়ক।
রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাটিয়ালপুর গ্রামে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশ ওই গ্রামের হাফেজ মিঝি বাড়ির সামনে থেকে ১৭পিচ ইয়াবাসহ শাহজকিকে হাতেনাতে গ্রেফতার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।
পিবিএ/ফরহাদ/হক