লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইয়াবাসহ আকবর হোসেন খোকন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আকবর হোসেন চর রুহিতা গ্রামের রৌশন আলী বেপারি বাড়ির আনোয়ারুল হকের ছেলে।

শনিবার (২২ জুন) বিকালে লক্ষীপুর জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে সদর উপজেলার চর রুহিতা গ্রামের ইটেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মোহাম্মদ সোলাইমান পিবিএ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকবর হোসেনকে আটক করা হয়েছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আসামীকে।

পিবিএ/এফএইচ/হক

আরও পড়ুন...