পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইয়াবাসহ সোলায়মান নামের এক মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন থেকে ওই যুবলীগ নেতা মাদক ব্যবসা করে আসছিল বলে জেলা গোয়েন্দা বিভাগ জানায়। দুইশত পিস ইয়াবাসহ গতকাল জেলা গোয়েন্দা পুলিশ তাকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সোলায়মান সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মাইলের মাথাস্থ জবেদ উল্লাহ হাওলাদার বাড়ির মৃত কালু মিয়ার ছেলে।
সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২ টি মাদক মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে।
পিবিএ/আবির আকাশ/এসডি