পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের ১২ কোটি টাকার ব্রীজ ও কালভার্টের কাজের টেন্ডার ভাগবাটোয়ারার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ জুলাই) সকালে কার্যালয়ে অভিযান পরিচালনা করে এ অনিয়মের সত্যতা পায় দুদক।
দুদক নোয়াখালী অফিসের সহকারি পরিচালক সোবেল আহমেদ বলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের ১২ কোটি টাকার ব্রীজ ও কালভার্ট টেন্ডার ভাগবাটোয়ারার বিষয়টি জেনেছি। আজ জেলা ত্রাণ অফিসে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। টেন্ডারটি বাতিলের জন্য দূর্নীতি দমন কমিশনে সুপারিশ করবেন বলেও জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ব্রীজ ও কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করা হয। কিন্তু নির্দিষ্ট সময়ে ঠিকাদাররা দরপত্র ক্রয় করতে পারেনি টেন্ডারবাজদের কারনে। দরপত্র ক্রয়ে বঞ্চিত হওয়া ঠিকাদারা অভিযোগ করেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার যোগসাজসে ১২ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা হয়।
পিবিএ/এফএইচ/বিএইচ