পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে উঠেছে জনি (২০) নামের এক ব্যক্তি বিরুদ্ধে । শুক্রবার বিকাল ৬ ঘটিকার দিকে চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। সে ৮ নং ওয়ার্ডের আজম উদ্দিন বেপারীর বাড়ির ইসমাইল হোসেনের পুত্র। জনি পেশায় রাজ মেস্তরী।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জনি বিকালে ৬ টার দিকে প্রতিবেশী এক ছেলে শিশুকে ডেকে নিজের ঘরে নেন। পরে শিশুটি বলাৎকারের শিকার হয়। শিশুটি কাঁদতে থাকলে তিনি তার হাতে একটি ১০ টাকার নোট ধরিয়ে দেন। এই টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়ার লোভ দেখান তিনি। একই সঙ্গে তিনি বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখান। কিন্তু শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি জেনে শনিবার সকাল ৯ দিকে থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন।
লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কওে পিবিএকে বলেন,অপরাধী জনি কে গ্রেফতারে অভিযান চলছে।
পিবিএ/এ এইচ/হক