পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মা’র পাশ থেকে অপহরণ হওয়া শিশু মিনহাজকে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন একটি ঝোপঝাড় থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়ায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ঘটনাটি পুলিশ প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা শিশুটিকে ঝোপে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে পুলিশের কঠোর হস্তক্ষেপের কারণে শিশুটি উদ্ধার হওয়ায় ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিশু মিনহাজকে ঝোপঝাড়ের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুটিকে উদ্ধার করে মা কহিনুর আক্তারের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আনোয়ার হোসেন জানান, শিশু মিনহাজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথমে অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে শিশুটি ভালো আছে বলে জানান তিনি।
লক্ষ্মীপু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মুখে কসটেপ লাগানো অবস্থায় শিশুটিকে উদ্ধার হয়েছে। তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।
উল্লেখ্য: রাতে নিজ ঘরে দেড় বছর বয়সী শিশু মিনহাজকে নিয়ে ঘুমিয়ে পড়েন তার বাবা-মা। মধ্যরাতে জেগে দেখেন তাদের একমাত্র শিশু সন্তানটি বিছানায় নেই। ঘরের দরজা ছিল খোলা, মিনহাজের মায়ের মুঠোফোনটিও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর শুরু হয় মিনহাজকে খোঁজাখুজি। না পেয়ে থানা পুলিশের সরানাপন্ন হন ভুক্তভোগী বাবা। ভোর রাতে মিনহাজের মায়ের ফোনে অন্য নম্বর থেকে কল করলে ওপ্রান্ত থেকে ধরেন অন্য পুরুষ। শিশুটিকে ছাড়িয়ে নিতে ৫ লাখ টাকা দাবী করে তারা। এর প্রায় ১৩ ঘন্টা পরেই শিশু মিনহাজকে উদ্ধার করা হয়।
পিবিএ/আলমগীর হোসেন/ইকে