লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন আমানী লক্ষ্মীপুর থেকে জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) সকালে পুুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জসিম চন্দ্রগঞ্জ ইউনিউনের আমানী লক্ষ্মীপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। পরিবারের দাবি, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, শনিবার রাত ৯টার দিকে কে বা কারা বাড়ি খেকে জসিমকে ডেকে নিয়ে যায়। রাতে আর তিনি বাড়ি ফিরেননি। সকালে দারাজী ব্যাপারী বাড়ির সামনে মাচাংয়ের উপর লাশটি দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি নিয়ে যায়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন আমানী লক্ষ্মীপুর থেকে জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

স্বজনরা জানান, কিছুদিন পূর্বে নিহত জসিমকে চাটখিল থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। কিন্তু তার জামিনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তারপরেও রহস্যজনকভাবে জসিম গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) জামিন নিয়ে শুক্রবারে বাড়িতে আসেন।

তার জামিন কিভাবে হলো, কে করালো, কিছুই তিনি পরিবারের কাউকে জানান নি। পরেরদিন শনিবার কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ তার লাশ পাওয়া যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জসিম উদ্দিন নামে এক ব্যক্তির লাশ আমানী লক্ষ্মীপুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এফএইচ/আরআই

আরও পড়ুন...