লক্ষ্মীপুরে স্কুল ছাত্রের হাত পা ভেঙ্গে দিয়েছে দোকানদার

পিবিএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে টাকা চুরির অপবাধ দিয়ে ৮ম শ্রেনীর স্কুল ছাত্র নিজাম উদ্দিনকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে এক খেলনা দোকানদার। গুরুতর আহত অবস্থায় ওই স্কুল ছাত্রকে গতকাল শুক্রবার বিকেলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্কুল ছাত্র নিজাম উদ্দিন চরসেকান্তর সফিক একাডেমীর ৮শ শ্রেনীর ছাত্র ও রামগতি পৌরসভার চর হাসান-হোসেন এলাকার আশরাফ আলীর ছেলে।

আহত স্কুল ছাত্রের বাবা আশরাফ আলী পিবিএ’কে জানান, রামগতি পৌরসভার হাসান-হোসেন এলাকার খায়ের মাঝির খেলনা দোকান থেকে বুধবার বিকেলে কে বা কারা ১৫০ টাকা চুরি করে নিয়ে যায়। ওই টাকা চুরির অপবাধ দিয়ে স্থানীয় নুড়িয়া হাজিরহাট বাজার থেকে ওইদিন রাত ৯টার দিকে খায়ের মাঝি,তার ছেলে মনির হোসেন ও আবদুল করিম নিজাম উদ্দিনকে তার বাড়িতে ধরে নিয়ে যায়। পরে ঘরের ভিতর আটক রেখে হাত-পা বেধে ও মুখে কসটিভ লাগিয়ে মারধর করে। এক পর্যায়ে একটি হাত ও পা ভেঙ্গে দেয় তারা।

পরে গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে তাদের ভয়ে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা চালায় পরিবারের লোকজন। তার অবস্থায় অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিজাম উদ্দিনের অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়। মিথ্যা অপবাধ দিয়ে পরিকল্পিতভাবে খায়ের মাঝি ও তার দুইছেলে বেদম পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সুজনা বেগম পিবিএ’কে বলেন, স্কুল ছাত্র নিজাম উদ্দিনের হাত-পা ভেঙ্গে গিয়েছে। তার অবস্থা গুরুতর, উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হবে।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এফএইচ/হক

আরও পড়ুন...