লক্ষ্মীপুর চররমনী মোহন নৌ-পুলিশ ফাঁড়ির নতুন ইনর্চাজ যোগদান

পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনর্চাজ যোগদান করেছেন নবাগত মো.জাহাঙ্গীর আলম। শনিবার রাতে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এর আগে তিনি লক্ষ্মীপুর রামগতি বড় খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হিসেবে কর্মরত ছিলেন । তিনি লেখা পড়া শেষ করে ১৯৯২ সালে পুলিশ বাহিনীতে লক্ষ্মীপুর সামাদিয়ান পুলিশ লাইনে প্রথম যোগদান করেন।তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আব্দুরবের পুত্র।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের নৌ -পুলিশ ফাঁড়ির নতুন ইনর্চাজ মোঃজাহাঙ্গীর আলম পিবিএকে জানায়, আমার প্রতি আস্থা আছে বলেই লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাকে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হিসেবে দায়িত্ব দিয়েছেন।

চররমনী মোহন ইউনিয়নের সকল মানুষের সহযোগিতা পেলে আমি মেঘনা নদীর জলদস্যুতা, অবৈধভাবে চিংড়ী মাছ ধরা ,নিষিদ্ধকালীন সময়ে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরা প্রতিরোধ, ভোলা, বরিশাল নৌকায়,স্পীড বোড,ইস্টিল বডি দিয়ে অবৈধ পন্থায় যাত্রী পারাপার করা প্রতিরোধ করা আমার মুল লক্ষ্য। আইন-শৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।

পিবিএ/আলমগীর হোসেন/এসডি

আরও পড়ুন...