আলমগীর হোসেন,পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামলের সহিত রিপোর্টার্স ক্লাবের সদস্যগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫ টায় রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম সাগরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য বদরুল আলম শ্যামল।
এসম উপস্থিত ছিলেন, হাজী পাড়া ইউপির সদস্য ও খলিলুর রহমান, দৈনিক কালের প্রত্যাশা নিবার্হী সদস্য সাজ্জাদুল রহমান ফরহাদ, লক্ষ্মীপুর নিউজ বার্তা সম্পাদক মো: কামাল উদ্দিন, ঢাকা প্রতিদিন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন রবিন, দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মো: আলমগীর হোসেন, দৈনিক মুক্তবাঙ্গালী বার্তা সম্পাদক রাজীব হোসেন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান উপদেষ্টা বলেন- সাংবাদিকতা হলো স্বাধীন ও সম্মানজনক পেশা। এ পেশায় থেকে মানুষের উপকার করা যায়। সত্য ঘটনা লেখনির মাধ্যমে জন সম্মুখে প্রকাশ করতে হবে। প্রতিহিংসা পরায়ণ নিউজ করার চাইতে, তৃনমূল ও চরাঞ্চল এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করলে, সকলেরই মঙ্গল হবে।
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম সাগর বলেন- বাংলাদেশের প্রিন্ট মিডিয়া স্যাটেলাইট চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টাল হলো সম্পূর্ণ স্বাধীন মত প্রকাশের মাধ্যম। এই পেশায় নিয়োজিত সংবাদ সর্বদা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য দিনরাত কাজ করে যান। এরা কারও মুখাপেক্ষী ও প্রতিদন্ডীয় নন। রিপোর্টার্স ক্লাবের সদস্যগণ সত্য ঘটনা অবলম্বনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য ওয়াদাবদ্ধ।
উল্লেখ্য ১ জুলাই , লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামলকে প্রধান উপদেষ্টা করে, বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
তার’ই আলোকে আজ লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিবিএ/এমএসএম