লঙ্কানদের হারিয়ে ১ নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া

পিবিএ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শ্রীলঙ্কাকে রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান কেরছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে একটি হার এবং ৪টি জয় পেয়ে ৮ পয়েন্ট অর্জন করে এক নম্বর অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।
দ্বাদশ বিশ্বকাপের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অনবদ্য ১৫৩ রানের ইনিংসের সাহায্যে শ্রীলঙ্কাকে ৩৩৫ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে ভালো শুরুর পরেও স্টার্কের বোলিং তোপে পড়ে ২৪৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া পায় ৮৭ রানের জয়।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ দারুণ শুরু করেন। ওয়ার্নার ২৬ রান করে আউট হলেও এক প্রান্ত থেকে অজিদের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ফিঞ্চ।

তবে ফিঞ্চকে সঙ্গ দিতে পারেননি তিন নম্বরে নামা উসমান খাজা। মাত্র ১০ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান খাজা। তবে চারে ব্যাট করতে নামা সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথকে নিয়ে বড় জুটি গড়েন ফিঞ্চ।

স্মিথকে সাথে নিয়ে ১৭৩ রানের বিশাল পুঁজি গড়েন অধিনায়ক ফিঞ্চ। তুলে নেন ১৪ তম ওয়ানডে শতক। শেষ পর্যন্ত ১৩২ বলে ১৫৩ রানের দারুণ ইনিংস খেলে উদানার বলে করুণারত্নের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিঞ্চ।

ফিঞ্চের আউট হওয়ার পরের ওভারে স্মিথও ফিরে যান ড্রেসিং রুমে। ফিঞ্চ শতকের দেখা পেলেও, শতক থেকে মাত্র ২৭ রান দূরে থেকে আউট হন স্মিথ। শেষ দিকের ব্যাটসম্যানরা কেবল যাওয়া আসার মিছিলে যোগ দিলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৩৪ রান।

লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরু উদানা দু’টি করে উইকেট তুলে নেন।

জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে গড়েন ১৫.৩ ওভারে ১১৫ রানের জুটি। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পেরেরা।

ওয়ান ডাউনে নামা থিরিমান্নেকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে। ব্যক্তিগত ১৬ রান করে দ্বিতীয় উইকেট হিসেবে থিরিমান্নে যখন আউট হন তখন শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। করুনারত্নে একপ্রান্তে চেষ্টা করলেও ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে যান রিচার্ডসনের বলে।

মূলত সেখানেই শেষ শ্রীলঙ্কার লড়াই। মেন্ডিস ৩০ রান ও ধনঞ্জয়া ডি সিলভার অপরাজিত ১৬ রানই ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পক্ষে উল্লেখযোগ্য সংগ্রহ। ব্যক্তিগত রানসংখ্যা ২ অংকের ঘরে পৌঁছানোর আগেই আউট হন ৬জন লঙ্কান খেলোয়াড়।

মিচেল স্টার্ক ৫৫ রানের বিনিময়ে নেন ৪ উইকেট ও রিচার্ডসন ৪৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। এছাড়াও পেট কামিন্স ৩৮ রানের ২ উইকেট ও জেসন বেহেনড্রফ নেন ৫৯ রানের বিনিময়ে ১ উইকেট।

ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অস্ট্রেলিয়ান দলপতি অ্যারন ফিঞ্চ।

এই জয়ে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়া টেন্টব্রিজে পরবর্তী ম্যাচ খেলবে ২০ জুন বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কা তাদের পরবর্তী ম্যাচ খেলবে হেডিংলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১জুন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩৩৪/৭, ৫০ ওভার ( ওয়ার্নার ২৬, ফিঞ্চ ১৫৩, খাজা ১০, স্মিথ ৭৩, ম্যাক্সওয়েল ৪৬*, মার্শ ৩, ক্যারি ৪, কামিন্স ০, স্টার্ক ৫*; মালিঙ্গা ১০-১-৬১-১, প্রদিপ ১০-০-৮৮-০, উদানা ১০-০-৫৭-২, পেরেরা ১০-০-৬৭-০, ধনঞ্জয়া ডি সিলভা ৮-০-৪০-২, সিরিবর্ধনে ২-০-১৭-০)

শ্রীলঙ্কা: ২৪৭ অল আউট, ৪৫.৫ ওভার ( করুনারত্নে ৯৭, কুসল পেরেরা ৫২, থিরিমান্নে ১৬, মেন্ডিস ৩০, ম্যাথুস ৯, সিরিবর্ধনে ৩, থিসারা ৭, ধনঞ্জয়া ডি সিলভা ১৬*, উদানা ৮, মালিঙ্গা ১; স্টার্ক ১০-০-৫৫-৪, কামিন্স ৭.৫-০-৩৮-২, বেহেনড্রফ ৯-০-৫৯-১, রিচার্ডসন ৯-১-৪৭-৩, ম্যাক্সওয়েল ১০-০-৪৬-০)

ম্যান অফ দ্যা ম্যাচ: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
পিবিএ/বাখ

আরও পড়ুন...