লজ্জার বিশ্বরেকর্ড রোহিত-বিরাট-রাহুলের

লজ্জায় মুখ লুকাচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা

পিবিএ ডেস্ক: ওয়ান-ডে ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো দলের প্রথম তিন ব্যাটসম্যানই ব্যক্তিগত এক রান করে আউট হয়ে যাননি। কিন্তু দুর্লভ এই রেকর্ডটি করে ফেললেন ভারতের টপ অর্ডার ব্য়াটসম্যান রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। প্রত্যেকেই আউট হয়ে যান ব্যক্তিগত এক রান করে।

এবারের বিশ্বকাপে হট ফেভারিট ছিল ভারত। প্রথম সেমি-ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড খুড়িয়ে খুড়িয়ে করেছিল মাত্র ২৩৯ রান। জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২৪০ রান। সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই মামুলি টার্গেট সহজেই পার করে ফেলবে ভারত। কিন্তু এই সহজ টার্গেটটাই কার্যত কঠিন করে ফেলল বিরাট কোহলি অ্যান্ড কোং।

বুধবার রান তাড়া করতে নেমে পাঁচ রানের মধ্যে ভারতের টপ অর্ডার ব্য়াটসম্যানরা ফিরে গেলেন।

রাহুল আর রোহিত এদিন ব্যাট হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্য়াচ আউট হয়ে যান। ট্রেন্ট বোল্টের বলে কোহলি এলবিডব্লিউ হয়ে যান। রিভিউ নিয়েও এই যাত্রায় বাঁচেননি তিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...