লতিফ সিদ্দিকীর জামিন আদেশ ৭ জুলাই

পিবিএ ঢাকা: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে আগামী রবিরার (৭ জুলাই) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বগুড়ার আদমদীঘি উপজেলায় অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে আছেন লতিফ সিদ্দিকী।

আদালতের আদেশের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে গতকাল লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি শেষে আদেশ দেয়ার দিন ধার্য থাকলেও আদালত ‘নট টুডে’ বলে গতকালের মত মুলতবি ঘোষণা করেন। গত ২ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বুধবার (৩ জুলাই) আদেশ দেবেন বলে ঠিক করে দিয়েছিলেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করবেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে আছেন ওমর ফারুক।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অপর আসামি হলেন জমির ক্রেতা জাহানারা রশিদ। তিনি বর্তমানে জামিনে আছেন। মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

পিবিএ/বাখ

আরও পড়ুন...