লন্ডনে কনটেইনারের ভেতর থেকে ৩৯ লাশ উদ্ধার

লন্ডনে কনটেইনারের ভেতর থেকে ৩৯ লাশ উদ্ধার

পিবিএ ডেস্কঃ যুক্তরাজ্যের এসেক্সের কাছে একটি শিল্প এলাকায় একটি কনটেইনার লরিতে ৩৯ জনের মৃতদেহ পেয়েছে ব্রিটিশ পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, বুধবার প্রথম প্রহরে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে লাশ পাওয়ার পর পুলিশ ওই লরির চালককে আটক করে।

২৫ বছর বয়সী ওই যুবক নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা।

বুলগেরিয়া থেকে ওই লরি নিয়ে গত শনিবার তিনি হলিহেড হয়ে ব্রিটেনে প্রবেশ করেন।

এসেক্স পুলিশ বলেছে, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক, আর একজন কিশোরবয়সী।

পুলিশের চিফ সুপারিটেনডেন্ট এন্ড্রু মেরিনার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা ভিকটিমদের সনাক্ত করার চেষ্টা করছি। তবে সেজন্য দীর্ঘ সময় লাগবে বলে আমার মনে হচ্ছে।”

পিবিএ/এমআর

আরও পড়ুন...