- পিবিএ,ঢাকা: দশ হাজার ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে টহল পুলিশ। সোমবার গভীর রাতে ফেনীর রাধানগর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। তারা ঢাকার ধামরাই থানার বড় কুশিয়ারা গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে ট্রাক চালক আনোয়ার হোসেন হারেছ (৩৫) ও তার সহকারী কুমিল্লা জেলার হোমনা থানার কালামিনা গ্রামের মো. হানিফ মোল্লার ছেলে মো. ছিদ্দিক (২৮)।
- পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে লবণ বোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে রুট পরিবর্তন করে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ সড়কে ঢুকে পড়লে টহল পুলিশ সন্দেহ করে। তারা ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে।
- এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
- পিবিএ/এফএস