লম্বা ছুটি শেষে রোববার খুলছে জবি

ধর্মকে হেয় প্রতিপন্ন করে কোন বক্তব্য প্রদান, লিফলেট, পোস্টার, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/ছাপানো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিবিএ ডেস্ক: প্রায় এক মাসের বেশি সময় ছুটি শেষে রোববার (২৩ জুন) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতরগুলো যথারীতি চালু থাকবে।

শনিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ২ জুন (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...