লর্ডসে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড

পিবিএ স্পোর্টস ডেস্ক: লর্ডসে আজ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের এই দুই আয়োজকই ফাইনালে খেলেছিল এবং শেষ হাসি হেসেছিল অজিরা।

শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দিবা-রাত্রির এই ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস ৩ খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে। আর একটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডেরও সেমির টিকিট মিলবে। যদিও আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই কিউইরা তা নিশ্চিত করতে পারতো।

স্মিথ-ওয়ার্নারকে হারিয়ে কদিন আগের খেই হারা ক্যাঙ্গারুরা তাদের ফিরে পেয়ে বিশ্বকাপে নিজেদের আসল রূপ দেখিয়ে যাচ্ছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা জানান দিচ্ছে- পেশাদার দল হিসেবে তারা কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না।

ভারতের বিপক্ষে হার ছাড়া বাকি ম্যাচগুলো দাপটের সাথেই জিতেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরা দারুণ ফর্মে আছেন। বোলিংয়ে টানা দেড়শ কিলোমিটার গতিতে বল ছুড়তে জানেন প্যাট কামিন্স-মিচেল স্টার্করা। তাদের বাউন্সার আর ইয়র্কার সামলানোর মন্ত্র জানা থাকলে তবেই অজিদের হারানোর কথা ভাবতে পারে ব্ল্যাক ক্যাপসরা।

যদিও শক্তিতে পিছিয়ে নেই নিউজিল্যান্ড। আনপ্রেডিক্টেবল পাকিস্তানের কাছে হারের আগে তারা টুর্নামেন্টের অপরাজিত দল ছিল। দীর্ঘ সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষ জায়গাটা ধরে রাখা নিউজিল্যান্ডকে সামলানো অস্ট্রেলিয়ার জন্য সহজ হবে না।

মার্টিন গাপটিল অফফর্মে থাকলেও জ্বলে উঠতে পারে যেকোনো দিন। ব্যাটিং লাইনের যেকোনো ক্ষতি পুষিয়ে দিতে সর্বদা নিয়োজিত অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্র্যান্ডহোম, টম লাথাম কিংবা রস টেইলররা তো আছেনই।

কিউইদের মূল শক্তি তাদের দুর্দান্ত বোলিং লাইনআপ । ট্রেন্ট বোল্ট-লুকি ফার্গুসনকে সামাল দেয়া সহজ ব্যাপার নয়। তাই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষা রয়েছে বলাই যায়।

যাদের দিকে থাকবে আলাদা নজর :

মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া): গত বিশ্বকাপের মতো এবারেও বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে স্টার্ক। তাঁর ঝুলিতে এবারের বিশ্বকাপে মোট উইকেট সংখ্যা ১৯। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই নিজের সেরা বোলিং করেছিলেন তিনি, ২৮ রানে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। স্বাভাবিকভাবেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেরা অস্ত্র স্টার্ক।

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): কিউই ওপেনারের সময়টা বিশ্বকাপে ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৩ করার পর থেকে আর কোনো বড় ইনিংস তিনি খেলতে পারেননি। এর আগে লর্ডসে ২০১৩ সালে একবারই ওয়ানডে খেলেছেন গাপটিল। সেবার তিনি সেঞ্চুরি করেছিলেন। সেই মাঠ আবারও তার ভাগ্য ফেরাতে পারে।

পিচ ও কন্ডিশন

লর্ডসে শেষ তিন ওয়ানডে ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে, তারাই জিতেছে। কাল তাই দুই অধিনায়কই ব্যাটিং সহায়ক পিচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে বড় রান তুলে তারপর বোলিং শক্তির ওপর ভরসা করে ম্যাচ জিততে চাইবেন। আজকের ম্যাচের সময় বাতাসে সামান্য আর্দ্রতা থাকলেও লন্ডনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লিওন, জেসন বেহরেনডরফ।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, ম্যাট হেনরি / টিম সাউদি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পিবিএ/বাখ

আরও পড়ুন...