পিবিএ,ঢাকা: অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এর আগে হুমায়ূন সাধুর স্ট্রোক হয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রোববার রাতে তার দ্বিতীয় দফায় স্ট্রোক হয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
গত ৫ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নত হয়। গত সপ্তাহে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজ অঙ্গনে পা রাখেন হুমায়ূন সাধু। এ পরিচালকের ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ের পথচলা শুরু। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাধু। পাশাপাশি নাটক নির্মাণ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পিবিএ/ইকে