পিবিএ,লাকসাম(কুমিল্লা): লাকসাম পৌর শহরের গোল বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী অসীম রায় (৫৩)করোনায় আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক অসুস্হ থেকে গত বৃহস্পতিবার ২৭ আগষ্ট রির্পোট পজেটিভ আসে। কিন্তু এতদিন বাড়িতেই প্রাইভেট চিকিৎসকের ত্বত্তাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা যায়। তবে অবস্থার অবনতি দেখলে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
রাতে লাকসাম কেন্দ্রীয় মহাশ্মশানে সরকারী সকল স্বাস্থ্যবিধি মেনে ওনার শেষ কৃত্য সম্পন্ন হয়। ওনার স্হায়ী নিবাস পৌরসভার ৮ নং ওর্য়াডের কানাইসাহারবাড়ি। ওনার দুই পুত্র সন্তান রয়েছে। ওনার হৃদরোগ এবং ডায়াবেটিকের সম্যস্যাও ছিল বলে পারিবারিকভাবে জানা যায়।
মৃত.অসীম রায়ের ছোট ছেলে এবং ছোট ভাই বিশু রায়ের নমুনা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহ করা হলে ওনাদেরও রির্পোট পজেটিভ আসে বলে জানান লাকসাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা.আব্দুল আলী। এ নিয়ে লাকসামে মৃতের সংখ্যা ১৩ জনে দাড়ালো।
পিবিএ/চন্দন সাহা/এসডি