লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ কমিটি গঠন

পিবিএ: নরসিংদীর জেলার বেলাবো থানার লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের ২০১৯-২০ সালের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ৯ জনকে উপদেষ্টা করা হয়েছে। শনিবার (২২ জুন) কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে সোহেল রানা ও সাধারণ সম্পাদক করা হয়েছে রেহান উদ্দিন খানকে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া ও উপদেষ্টা করা হয়েছে প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজলকে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন মোস্তফা কামাল ও সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন ওমর ফারুক। এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফিরুজ মিয়াকে। কমিটির সহ সভাপতি এসএম শৈবাল হোসেন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, এ কমিটির লক্ষ্য হচ্ছে বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রীদের উক্ত স্কুলের উন্নয়নের জন্য কাজ করা। প্রাক্তন ছাত্রদের পুনঃমিলনী উপলক্ষ্যে ঈদুল আযহার পরের দিন ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত হবে। এতে বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের বিশেষ আয়োজন থাকবে। অনুষ্ঠানে শ্রোতাদের মন মাতিয়ে রাখেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু, চ্যানেল আই সেরা কণ্ঠের তিন্নি, টপ টেন শিল্পী ফারজানা রিতু, উজ্জ্বল।-বিজ্ঞপ্তি

পিবিএ/বাখ

আরও পড়ুন...