লাবন্য’র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাতক ২ চালক আটক

পিবিএ,ঢাকা : গত ২৫ এপ্রিল সকাল ১০.৫০ মিনিটে তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাসা শ্যামলী ৩ নং রোডে।

লাবণ্য শ্যামলী থেকে রাইড শেয়ারিং সার্ভিস উবারের একটি মটর বাইকে চড়ে খিলগাঁও ছায়াবীথি এলাকায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন, খিলজী রোডের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

তিনি আরো উল্লেখ করেন, গত ২৭.০৪.২০১৯ ইং তারিখ অনুমান ১৫.৪০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইশ মাইল এলাকা থেকে ঘাতক কাভার্ড ভ্যানটির চালক আনিসুর রহমান (২৮) কে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আশিনপাড়ায়। পত্রিকা পড়ে সে জানতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় তার কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার মেয়েটি মারা গেছে। এ সংবাদ জেনে সে আশুলিয়া থানাধীন বাইশ মাইল এলাকায় আত্নগোপন করে।গ্রেফতারকৃত কাভার্ড ভ্যান চালক আনিসুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার বাইশ মাইল এলাকা থেকেই কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ কাভার্ড ভ্যানটি InfoFort (Records and Information Management Solution Provider) প্রতিষ্ঠানের। এ প্রতিষ্ঠানটির কার্যালয় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২০৬/এ ঠিকানায় অবস্থিত কলোয়েড সেন্টারের ফার্স্ট ফ্লোরে।

এছাড়া দূর্ঘটনার পর থেকেই ফাহমিদা হক লাবণ্যকে বহনকারী মোটরবাইক চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটর বাইকসহ সে পালিয়ে যায়। ২৪.০৪.২০১৯ ইং তারিখ দিবাগত রাত ০১.২৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর ২ নং রোড়ের ২৫ নং বাসার ষষ্ঠ তলা থেকে উবার বাইক চালক মোঃ সুমন হোসেনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুসারে সেই বাসার নিচ তলার গ্যারেজ থেকে ফাহমিদা হক লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটর বাইকটি উদ্ধার করা হয়। মোটর বাইকটির নং ঢাকা মেট্রো হ ৩৬-২৩৫৮.

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে (ডিসি) বিপ্লব কুমার সরকার উল্লেখ করেন ।

পিবিএ/এমএস

আরও পড়ুন...