লামায় সুবিধাবঞ্চিতদের মাঝে সোলার বিতরণ

 


পিবিএ, লামাবান্দারবান: বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুত সংযোগবিহীন সুবিধাবঞ্চিত ১৮টি প্রতিষ্ঠান, সর্দার, কারবারী ও অন্ধকারাচ্ছন্ন গুরুত্বপূর্ণ ৫টি স্থানে স্ট্রিট লাইট বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থে টিআর কাবিটা প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ সোলার প্যানেল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সচিব মো. আইয়ুব চৌধুরী, সদস্য আবদুল মান্নান, মো. শাহ আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগেও এ প্রকল্পের আওতায় ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও ১৫০ টি প্রতিষ্ঠান, কারবারী, সর্দার, হেডম্যানদের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা।

পিবিএ/এনকে/হক

আরও পড়ুন...