পিবিএ,লামা: বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে পার্বত্যাঞ্চলে গমের জাত গবেষণার ওপর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বান্দরবানের লামা উপজেলার শীলেরতুয়া গ্রামে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন, বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মার্মা। এতে গম চাষের ওপর বিস্তারিত ধারণা দেন, গাজীপুর আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফারুক।
দিবসে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ, কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক মাহফুজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রকল্পের প্রধান কার্যালয়ের কর্মসূচী কর্মকর্তা নাজমুল হক, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদার, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মার্মা বিশেষ অতিথি ছিলেন।
এ সময় লামা ও আলীকদম উপজেলার উপকারভোগী ২০জন প্রদর্শনী প্লটের গম চাষী উপস্থিত ছিলেন। প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, লামা ও আলীকদম উপজেলায় প্রতিজন কৃষককে ৫শতক করে ২০জন কৃষককে মোট ১০০শতক জমিতে বিভিন্ন জাতের গম চাষের জন্য পরীক্ষামূলক প্রদর্শর্নী দেয়া হয়েছিল। গমের উৎপাদনও ভালো হয়েছে। এতে করে লামা ও আলীকদমসহ গোটা পার্বত্য অঞ্চলে গম উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
পিবিএ/এফএস