লামা উপজেলা পরিষদের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল আর নেই

বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল

নুরুল করিম আরমান,পিবিএ,লামা: বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল (৬০) আর নেই (ইন্নানিল্লাহি ….রাজিউন)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী প্রস্তুতিমূলক সভা শেষে স্ট্রোক করেন তিনি। দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজারের চকরিয়া উপজেলার জমমজম হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইসমাইলকে মৃত ঘোষনা করেন। তিনি তিন মেয়ের জনক।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইলকে ইতিমধ্যে প্রার্থী ঘোষনা করে রাজনৈতিক দল আওয়ামী লীগ। ১৯৯২ সালে প্রথমবারের মত বিপুল ভোটে লামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এরপর তিনি ২০০২ সালে পৌরসভার ১ম পরিষদের প্রথম মেয়র এবং ২০০৮ সালে ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। জীবিত থাকাকালীণ সময়ে উপজেলায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্যাং, গির্জা, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেন মোহাম্মদ ইসমাইল। এদিকে মোহাম্মদ ইসমাইলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বান্দরবান, কক্সবাজার জেলাসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্তম্বিত হয়ে পড়ে গোটা বান্দরবান জেলা। সকল শ্রেণীর মানুষ শেষবারের মত দেখতে তার বাড়িতে ভিড় জমায়।

বান্দরবান আওয়ামী লীগ পরিবারের অন্যতম সংগঠক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের মৃত্যুর সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, গাজী গ্রুপের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র ব্যবস্থাপক হাবিবুল আলম ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ শোক তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমকে দেখতে যান। আজ শনিবার দুপুর ২টার সময় লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মোহাম্মদ ইসমাইলের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাপন করা হবে পারিবারিক সূত্র জানা গেছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...