লালচে গোলাপি পাঁচ পাপড়ি বিশিষ্ট এ ফুল নয়ন তারা নামে পরিচিত। এটি বর্ষজীবী ও ভেষজ জাতীয় উদ্ভিদ। এলাকাভেদে এর নামের ভিন্নতা রয়েছে। জাতভেদে কখনো কখনো এরা অনেক বছর বেঁচে থাকে। ক্রিমি রোগ, মেধাবৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, সন্ধিবাতসহ নানা রোগের ব্যবহার রয়েছে। তাই এই গাছটি লাগানো হয়েছে গাইবান্ধা জেলা শহরের ডিভাইডারে। মঙ্গলবার, ২৩ আগস্ট। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত