পিবিএ,নাটোর: নাটোরের করোনা ভাইরাস সংকট ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য আশা নাটোর বনপাড়ার পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে ২০০প্যাকেট খাদ্যসামগ্রী লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বাণী দ্যুতি নিকট হস্তান্তর করেন রাজশাহী বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া অঞ্চল আরএম আবুল হাশেম, লালপুর বিএম বিপ্লব হোসেন, গোপালপুর ব্রাঞ্চ এবিএম মিজানুর রহমান ও লালপুর এবিএম ব্রাঞ্চ রুহুল আমি সহ অন্যন্যে কর্মি বৃন্দ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিলেন ১০ কেজি চল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এএম