লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ২৯৮ পিস ইয়াবাসহ রানা হোসেন (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। আটক রানা হোসেন উপজেলার চংধুপইল দয়েরপাড়া গ্রামের আল আমিন এর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর কোম্পানী কমান্ডার এএসপি এসএম জামিল আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি এবং এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে একটি অপারেশন দল উপজেলার শোভ গ্রামে অভিযান চালিয়ে ২৯৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পরে তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে।
পিবিএ/মাজহারুল ইসলাম/বিএইচ