পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই জন ভুয়া ডাক্তারকে দেড় বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার সাবেক এম পি জয়নুল আবেদীনের বাসা সংলগ্ন ভুয়া মা ও শিশু কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন।
সাজাপ্রাপ্ত ওই দুই ভুয়া ডাক্তার হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গ্রামের সামসুল হকের পুত্র মফিজুল হক ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার নাজির দহ গ্রামের আলতাব হোসেনের পুত্র রেজাউল করিম।
জানা গেছে, সাজাপ্রাপ্ত ওই দুই ভুয়া ডাক্তার মাদার-সন হেলর্থ হুলরুরাল ডেভেলপমেন্ট সোসাইটি লিমিটেড নামে এক সংস্থার ব্যানারে একটি শিশু ও মা স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলো বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছে। এমন খবরের ভিক্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক নুর আলম অভিযান চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। তদন্তে ভুয়া চিকিৎসার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ওই দুই ভুয়া ডাক্তারকে দেড় বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/এসইপি/এমএসএম