লালমনিরহাটের ৫ উপজেলায় ২ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী

প্রতীকী ছবি
পিবিএ, লালমনিরহাট : বিএনপি কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করলেও লালমনিরহাটের ৫ উপজেলায় ২ টি মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাদের প্রার্থী রয়েছে। এ ছাড়া বিএনপি’র মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণায় নেমেছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত ভোটারদের তাদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
জানা গেছে, আগামী ১০ মার্চ লালমনিরহাট জেলার ৫ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন বিএনপি কেন্দ্রীয়ভাবে বর্জন করেছেন। দেয়া হয়নি কোনো দলীয় প্রার্থী। কিন্ত দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি লতিফা আক্তার পাটগ্রাম উপজেলায় ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক মাকতুফা ওয়াসিম বেলী হাতীবান্ধা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া আদিতমারী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ওই উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী নিজে প্রার্থী না হলেও আওয়ামী লীগ প্রার্থী রফিকুল আলমের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। এ ছাড়া হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ারুল কবির ওয়াসিম তার স্ত্রী ভাইচ চেয়ারম্যান প্রার্থী মাকতুফা ওয়াসিম বেলীর পক্ষে ও সিঙ্গিমারী ইউনিয়ন যুবদলের সম্পাদক আব্দুর রহমান রুপম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার সাথীর পক্ষে ভোটের প্রচারনায় নেমেছেন।
এদিকে শনিবার রাতে হাতীবান্ধায় বিএনপি সমর্থিক কয়েকজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বেশ কয়েক জন বিএনপি’র নেতা এক বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনের গোপন সিন্ধান্ত হয়। তারা ইতোমধ্যে অতি গোপনে নৌকা বিরোধী প্রচারণায়ও নেমেছেন।
লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে এ জেলায় বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ ভোটারও ভোট বর্জন করেছেন। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন তাদের ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...