পিবিএ,লালমনিরহাট: জেলা আওয়ামীলীগের অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এরশাদ হোসেন জাহাঙ্গীর লিখিত বক্তব্যে বলেন, ৪ জুলাই জেলা আওয়ামীলীগের নিয়মিত মাসিক সভা চলাকালীন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি না থাকায় আহবায়ক কমিটি গঠনের লক্ষে সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর নাম প্রস্তাব করেন। উক্ত প্রস্তাব উপস্তিত সকলের সম্মতিক্রমে এরশাদ হোসেন জাহাঙ্গীরকে উপজেলা আ’লীগের আহবায়ক করা হয়।
এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহবায়ক করে সকল ইউনিয়নের সভাপতি/ সম্পাদককে ওই আহবায়ক কমিটির সদস্য করে উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হয়। নবগঠিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গত ৬ জুলাই রাত সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় চলাকালীন সময় জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর ও রুজহান মোস্তফা অননের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত অর্তকিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালায়।
এতে কার্যালয়ের আসবাবপত্র, দরজা, জানালা ভাঙচুর এবং ইউনিয়ন সভাপতি সম্পাদকদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও দপ্তর সম্পাদকের নিকট লিখিত অভিযোগ করেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, আশরাফুল হক মিঠু, গোলাম ফারুক, মোজাম্মেল হক মানিকসহ জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন সুমন, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান রানু প্রমুখ। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলার বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।
পিবিএ/এআই/বিএইচ