পিবিএ,লালমনিরহাট: শুক্রবার কোদাল হাতে রাস্তা সংস্কারের কাজ করলেন আ’লীগ নেতা। একটু বৃষ্টিতে গ্রামের রাস্তাগুলো একহাটু কাদা ও জলাবন্ধতা সৃষ্টি হয়। যেন পথচারীদের দুভোর্গ দেখার কেউ নেই। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কারের পদক্ষেপ গ্রহন করেন সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কলাখাওয়া গ্রাম থেকে কালিরপাট গ্রাম পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। একটু বৃষ্টি হলে রাস্তাটিতে একহাটু কাদা ও গর্ত হয়ে জলাবন্ধতা রাস্তাটি চলাচলের যানবাহন চালক, যাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দুভোর্গ কমাতে নিজ উদ্দ্যোগে শুক্রবার রাস্তাটি সংস্কারের পদক্ষেপ গ্রহন করেন সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু। তিনি বিভিন্ন ভাবে মাটি, বালু, ইট, বিছিয়ে ও রাবিশ সংগ্রহ করে রাস্তা খানাখন্দে ভরে দিলেন। জনগণের সুবিধার্থে বড়বাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠুর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কলাখাওয়ার বাজার হতে কালিরপাট পর্যন্ত দেড় কিলোমিটার ও সিরামাল্লি পাকার মাথা থেকে কাশেম বাজার পর্যন্ত রাস্তাটি কাজে নিজে কোদাল হাতে কোদাল দিয়ে রাস্তাটি সংস্কার করেন। এতে করে ভোগান্তি থেকে রক্ষা পাবে যানবাহন চালক, যাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
এ বিষয়ে বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল হক মিঠু বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একজন ক্ষুদ্রকর্মী হিসেবে আমি বন্যা কবলিত পানিবন্দী মানুষের পাশে রয়েছি। তাদের যাতায়তের রাস্তাটি চলাচলের অনুপোযী হলে আমি নিজ উদ্যোগে কলাখাওয়ার বাজার হতে কালিরপাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করি এবং সিরামাল্লি পাকার মাথা থেকে কাশেম বাজার পর্যন্ত রাস্তাটিও আমি সংস্কার করে দেই। জনগণের সাথে আছি এবং আগামীতে থাকবো।
পিবিএ/আসাদুল ইসলাম সবুজ/এসডি