লালমনিরহাটে খাদ্য দিবস পালিত

LALMONIRHAT PBA
জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী

পিবিএ,লালমনিরহাট: “সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়।

শনিবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় খাদ্য গুদামে শেষ হয়।

ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আঃ ছামাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান, খাদ্য ব্যবসায়ী রমজান আলী, চাল কল মালিকদের মধ্যে তাহাজুল আলম খান রুপম ও গোলাম মোস্তফা প্রমুখ।

পিবিএ /এসআই /ইএইচকে

আরও পড়ুন...