পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটগামী লোকাল ট্রেনের সাথে একটি পাথর বোঝাই মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চালক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের সাথে একটি পাথর বোঝাই মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটনাটি ঘটে।
জানা গেছে,সকালের কলেজ ট্রেন নামে পরিচিত ট্রেনটি বুড়িমারী থেকে ফেরার সময় বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন থেকে ৫ শ গজ পূর্বে বাঁশকল নামে রেলগেট ক্রসিং হওয়ার সময় এ ঘটনা ঘটে।ট্রেনটির বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে তবে ট্রেন চালক ছাড়া ট্রেন ও ট্রাকের কারও কোন ক্ষতি হয়নি। এখানে কোন গেটম্যান না থাকায় নিয়মিত পারাপার হোন পথচারীসহ সব ধরনের যানবাহন।এ ঘটনার পর থেকে সেখানে একজন পাবলিক গেটম্যান দিয়ে গাড়ী ও পথচারী পারাপার হচ্ছে।
বুড়িমারী রেলস্টেশন মাস্টার ফোন না ধরায় বক্তব্য মিলেনি। এ ব্যাপারে বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সতত্যা স্বীকার করেন। ট্রেন চালক আহত হলেও বুড়িমারীর পরবর্তী স্টেশন পাটগ্রাম রেলস্টেশনে থামানোর পর ট্রেনটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে। ট্রেন চালকের নাম জানা যায়নি।
পিবিএ/শাহিনুর ইসলাম প্রান্ত/এসডি