পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদী থেকে এক নারী ও পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছেন। পুলিশ জানায়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩২) লাশ ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শুক্রবার সকালে সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। অপর দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে অজ্ঞাত ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করেন পাটগ্রাম থানা পুলিশ। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ও পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/আসাদুল ইসলাম সবুজ/এসডি