লালমনিরহাটে ধর্ষণের চেষ্টায় স্কুলশিক্ষক গ্রেফতার

পিবিএ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

আটককৃত মাসুদ রানা হাতীবান্ধার নওদাবাস ইউনিয়নের কিসামত ধওলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিবার (১৬ জুন) রাতে তাকে আটক করে পুলিশ। তিনি টংভাঙা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত. তরিব উদ্দিন ওরফে গাল টাউয়ার ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টা দিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেম নিবেদন করতে সহকারী শিক্ষক মাসুদ রানা পাশের নওদাবাস ইউনিয়নের কিসামত ধওলাই এলাকায় তার প্রেমিকার বাড়ীতে যান। এ সময় ওই বাড়ীতে তার প্রেমিকা ছাড়া অন্য কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাসুদ আপত্তিকর অবস্থায় আটক করে হাতীবান্ধা থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পরে স্থানীয় লোকজন তাদের বিয়ের বিষয়ে কয়েক দফা আলোচনা করতে সময় নেন। কিন্তু বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি না মেলায় ভিকটিম বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হবে।

কিসামত ধওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা ইয়াসমিন বলেন, ১৬ জুন স্কুল ছুটির পর এই ঘটনা ঘটেছে। ১৭ জুন সহকারী শিক্ষক মাসুদ রানা থানায় আটক থাকার কারণে স্কুলে অনুপস্থিত ছিলেন। শুনেছি রাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন মামলায় সহকারী শিক্ষক মাসুদ রানাকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে। এই বিষয়ে তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...