পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের কন্ট্রোল রুম।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, জেলার পাঁচটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের অভিযানে বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পিবিএ/শাহিনুর ইসলাম প্রান্ত/এমএসএম