লালমনিরহাটে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আটক ১০

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার তুষভান্ডার ও বলারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ঘনশ্যাম এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে আলম মিয়া (৩৩), একই উপজেলার গোড়ল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে নায়েব আলী (৪৮), উপজেলার সেবকদাস শিবরাস এলাকার লক্ষ্মীকান্তের ছেলে তার কনামন বর্মন ন্যাদা (৪৮), উপজেলার সেবকদাস শিবরাস এলাকার মৃত আজিজুলের ছেলে বারেকমান (৪২), উপজেলার সেবকদাস এলাকার মৃত জোনাক বর্মনের ছেলে রসনী চন্দ্র রায় (৪০), উপজেলার সেবকদাস এলাকার কান্দুরা বর্মের ছেলে মকুল চন্দ্র রায়(৩২), উপজেলার সেবকদাস এলাকার মৃত হরেন্দ্রনাথের ছেলে ধনেশ্বর চন্দ্র রায়(৩৮), উপজেলার সেবকদাস এলাকার মৃত ধীরেন্দ্রনাথের ছেলে মিলন চন্দ্র রায় (২৭), উপজেলার মালগাড়া এলাকার জগন্দ্রনাথের ছেলে সুধীর চন্দ্র রায়(৩৬) ও উপজেলার সেবকদাস এলাকার মৃত সামরচনের ছেলে ধীরেন চন্দ্র বর্মন( ৪২)।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশের উপ-পরির্দশক (এসআই) বাদল কুমার মন্ডল জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ও বলারহাট এলাকায় ১০ জুয়াড়ি প্রকাশ্যে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/এএইচআর/এমএসএম

আরও পড়ুন...