লালমনিরহাটে বিএনপি জামাতের ২৮ নেতাকর্মী কারাগারে

lel pba
প্রতীকী ছবি

পিবিএ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপি জামায়াতের ২৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ কেএম মোস্তাকিনুর রহমান।

লালমনিরহাট আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৭ সালের বিষেশ ট্রাইবুনালে নাশকতার অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা (১৩৭/১৭) দায়ের করা হয়। এ মামলায় ২৮ জন আসামী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের ২৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা সবাই বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

পিবিএ/এসআই/হক

 

আরও পড়ুন...