পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আহত এমদাদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত এমদাদুল হক আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এমদাদুলের সঙ্গে বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল ভাতিজা জামিনুর রহমান ও জামাল হোসেনের মধ্যে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও জামিনুর রহমান তা অমান্য করে আসছিলেন।
এ ঘটনার জেরে গত শনিবার (২ মার্চ) সকালে জামিনুর রহমান ও তার ভাই জামাল হোসেন মিলে চাচা এমদাদুল হককে তার বাড়িতে গিয়ে লাঠি দিয়ে মারধর করেন। পরে আহত অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমদাদুল হক।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/এসইপি/এফএস