পিবিএ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পরিচালক আঞ্জুরুল হক মিন্টু পলাতক রয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গোড়ল এলাকায় অবস্থিত অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালক আঞ্জুরুল হক মিন্টু দীর্ঘদিন থেকে ওই স্কুলের নারী কমলমতি শিশুদের ভয়-ভীতি প্রদর্শন করে শ্লীলতাহানী, যৌন নিপীড়ন করে আসছেন। তারই ধারাবহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করেন তিনি। পরে ওই ছাত্রী কক্ষ থেকে রেরিয়ে এসে বিষয়টি পরিবারসহ স্থানীয়দের জানায়। স্থানীয়রা এ ঘটনায় পরিচালক আঞ্জুরুল হক মিন্টুর শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি সন্তানের কাছ থেকে অবহিত হবার পর ওই লম্পট পরিচালকের বিরুদ্ধে বিচারের দাবীতে কালীগঞ্জ থানায় এজাহারভুক্ত মামলা দায়ের করে।
এলাকাবসী জানান, ওই এলাকার শিক্ষার বারোটা বাজাচ্ছে ওই অরন্য স্কুল। এ প্লাস পাওয়ার ট্রেন্ড করেছে নাইট কোচিং চালু করে যা বাচ্চাদের মধুর শৈশবটাকে নষ্ট করে দিচ্ছে। ওই স্কুলের শিক্ষার্থীরা শুধু পড়তে পারে কিন্তু মানুষ হিসেবে তারা হয়ে পড়ে হতাশ ও মানসিক অবসাদগ্রস্থ।
একটা প্রজন্মকে এ প্লাস পাইয়ে দিচ্ছে বিনিময়ে মানসিক রোগী বানিয়ে দিচ্ছে এই নাইট কোচিং সিস্টেম। স্কুল পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ বলে মনে করেন এলাকাবাসীসহ অভিভাবক মহল তা না হলে এরকম অপরাধ প্রবনতা বেড়েই চলবে।
এ বিষয় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বাদল কুমার মন্ডল জানান, এ ঘটনায় অরন্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে এজাহারভুক্ত মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল পরিচালক আঞ্জুরুল হক মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই স্কুলের অফিস কক্ষ সীলগালা করা হয়েছে।
পিবিএ/এএইচআর /জিজি