লালমনিরহাটে রাজাকার পুত্রের রচিত গান বাতিলের দাবিতে মানববন্ধন

পিবিএ,লালমনিরহাট: জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শতবর্ষে বঙ্গবন্ধুর শতগান বইয়ে লালমনিরহাট আদিতমারির রাজাকার মৃত: সোলায়মান মিয়ার পুত্র সাজেদ ফাতেমী ব্যাটেল রচিত দুটি গান ওই বইয়ে ঠাই পাওয়ায় তাহা বাতিলের দাবীতে লালমনিরহাট মিশনমোড় চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আহবানে এই মানব বন্ধনে আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা, যুবলীগ,শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানব বন্ধনে ঐক্যমতে উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ড প্রাপ্ত কুখ্যাত রাজাকার আজাহার আলীর জামাতার ছোটভাই সাজেদ ফাতেমী ব্যাটেল।বক্তারা বলেন রাজাকার পুত্রের গানদুটি ওই বই থেকে বাতিল করা না হলে লালমনিরহাটকে অচল করে দেয়া হবে।

এসময় উপস্থিত থেকে,যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবীর বলেন,অনতি বিলম্বে রাজাকার পুত্রের লেখা গান তালিকা থেকে বাদ দেয়া হোক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও আমিরুল ইসলাম বলেন মুক্তিযোদ্ধাকে অপমান করতে প্রশাসনের পরতে পরতে রাজাকাররা এখনো তৎপর হয়ে আছে ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন মামুন তার বক্তব্যে বলেন কিভাবে এই গানদুটি তালিকা ভুক্ত হয়েছে তা তদন্ত করে বেড় করে সহযোগী সকলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। জেলা আওয়ামীলেগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্রাডভোকেট মতিয়ার রহমান বলেন রাজাকার পুত্রের গানদুটি বাতিল করা না হলে লালমনিরহাটকে অচল করে দেয়া হবে।

পিবিএ/মুস্তাফিজুর রহমান/এসডি

আরও পড়ুন...