পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় চান মিয়া (৪২) নামক এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এতে ভ্যানের চালকসহ দুইজন আহত হয়েছেন।
রোববার (৩ ফেব্রুয়ারী) দুপুরে পাটগ্রামের বুড়িমারী মহাসড়কের কামারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশ জানায়, বালু বোঝাই একটি ট্রাক্টর দ্রুতগতিতে বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী চান মিয়া মাটি লুটেপড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চান মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চান মিয়ার লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/ইেএইচকে