লালমনিরহাটে পাঁচ হাজার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, জেলায় প্রায় ৫ হাজার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও মাদক পুরোপুরি নির্মূল করা কঠিন। জনগণ এবং পুলিশ একসঙ্গে কাজ করলেই এ কাজটি সহজ হবে। মাদক নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।

সোমবার (২৮জানুয়ারী) বিকেলে জেলা পুলিশ আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে লালমনিরহাট সদর থানা চত্বরে “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর হাজতে পাঠানো হয়। কয়েক মাস পরে আদালত থেকে জামিন নিয়ে তারা পুনরায় মাদক ব্যবসা করছে। সামান্য পরিশ্রমে অনেক আয় তথা কাঁচা টাকার লোভে মাদক ব্যবসা করছে এসব ব্যবসায়ীরা। তাদের রোগ চিহ্নিত করে মলম দিতে হবে।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে সদর থানার (ওসি তদন্ত) রায়হান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ বাবু, জেলা পরিবহণ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল হক, অতিরিক্ত এসপি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী প্রমূখ।

পিবিএ/এআইএস/এমএসএম

আরও পড়ুন...