লালমনিরহাট সীমান্তে যুবককে ধরে নিয়ে গুলি করল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক যুবককে গুলি করে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।তবে আহত হাসেনুর এখন পর্যন্ত জীবিত আছেন কিনা মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত হতে পারিনি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে থাকা হাসেনুর (২২) কে গুলি করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে ছুটে আসে টহল জোরদার করেছে তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুলিবিদ্ধ হাসিনুর হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে সীমান্ত এলাকার জাহেদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে হাসেনুর ভারত-বাংলাদেশের মুল সীমান্তে গৃহ পালিত গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ ভারতীয় ভূখণ্ডের ভেতর থেকে হাসেনুরকে গুলি করে। গুলিতে ঘটনা স্থলেই হাসেনুর পরে যায়।পরে বিএসএফ তার দেহে রাইফেল দিয়ে আঘাতের পর আঘাত করে তাকে এবং লাঠিতে ঝুলিয়ে বিএসএফ ভারতের টহল গাড়িতে তুলে।

আরও পড়ুন...