পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট সদর উপজেলায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মুস্তফীরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৪৫) নামে এক অটো চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার
বালারহাট এলাকার বাসিন্দা।
একইদিনে শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা দোয়ানী মোড় এলাকায় একটি ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (২০) প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা নবাবগঞ্জ বাজার এলাকায়। সে ডিমলা উপজেলার ব্যবসায়ী আমিনুরের কার চালক ছিলেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটো চালক আব্দুল খালেক নিহত হন। এ সময় ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসূন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্রাইভেটকারের ভিতর থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে চালকের মৃত্যু হয়েছে।
পিবিএ/জেডআই